25 February 2021

হাইপোথাইরয়ডিজম কি?


হাইপোথাইরয়ডিজম হচ্ছে থাইরয়েড হরমোনের অভাবজনিত সমস্যা। আমাদের শরীরের প্রতিটা কোষের বিপাকীয় কার্যক্রমে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস ব্যাবহার করার জন্য থাইরয়েড হরমোন প্রয়োজন হয়। বিভিন্ন কারণে যখন থাইরয়েড হরমোনের অভাব দেখা দেয় তখন এর প্রভাব পড়ে পুরো শরীরে, প্রধানত ওজন বেড়ে যায়, সবসময় ক্লান্ত লাগে, মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পেয়ে স্মৃতিশক্তি কমে যায়, চামড়া শুকনো খসখসে হয়ে যায়, হার্টের গতি কমে যায়( ব্রাডিকার্ডিয়া), মানসিক অবসাদে আক্রান্ত হয়, শীত বেশি লাগে।

প্রধানত যেসব কারণে হাইপোথাইরয়ডিজম হয় তা হল:

১। অটোইমিউন থাইরয়ডাইটিস :
- হাশিমোটো'স থাইরয়ডাইটিস
- এট্রোফিক থাইরয়ডাইটিস
কিছু এন্টিবডি থাইরয়েড গ্রন্থি
ডেসট্রয় করে।

২। অপারেশন করে থাইরয়েড গ্রন্থি ফেলে দিলে। ( থাইরয়েড ক্যান্সার বা মাল্টিনডিউলার গয়টার এর ক্ষেত্রে)

৩। খাদ্যে আয়োডিনের অভাবে

৪। কনজেনিটাল হাইপোথাইরয়ডিজম বা জন্মগত ভাবে হাইপোথাইরয়েড।

৫। রেডিয়েশন এক্সপোজার হয়েও থাইরয়েড গ্রন্থি ডেসট্রাকশন হতে পারে।
৬। কিছু ঔষধ সেবন করার কারণে

কারণ যাই হোক, শুধুমাত্র একটা টেস্ট করেই হাইপোথাইরয়ডিজম আছে কিনা বুঝা যেতে পারে প্রাথমিকভাবে। সেটা হচ্ছে TSH( Thyroid stimulating hormone) . এর লেভেল যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে হাইপোথাইরয়েড।এটার স্বাভাবিক মাত্রা 0.5 - 5.5 uU/ml. 6- 10 uU/ml সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়ডিজম, এবং 10 uU/ml এর বেশি হলে হাইপোথাইরয়েড বলা যায়।

তারপর চিকিৎসক এর পরামর্শমত আরও কিছু টেস্ট করাতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে।

চিকিৎসা মানে লাইফ লং থাইরয়েড হরমোন ( Levothyroxine- T4)খেয়ে যেতে হবে। সাথে সাপোর্টিভ অন্যান্য চিকিৎসা এবং লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে।

রক্তের কোলেস্টেরল

  রক্তে কি কি ধরনের কোলেস্টেরল বা চর্বি থাকে? – রক্তে চার ধরণের চর্বি থাকে। ১) Total Cholesterol (TC), ২) Low Density Lipoprotein (LDL), ৩) ...