রক্তে কি কি ধরনের কোলেস্টেরল বা চর্বি থাকে?
– রক্তে চার ধরণের চর্বি থাকে।
১) Total Cholesterol (TC),
২) Low Density Lipoprotein (LDL),
৩) High Density Lipoprotein (HDL) and
৪) Triglyceride (TG).
২. ভালো কোলেস্টেরল ও খারাপ কোলেস্টেরল কি?
– HDL Cholesterol কে ভালো কোলেস্টেরল ও LDL Cholesterol কে খারাপ কোলেস্টেরল বলে।
৩. HDL কোলেস্টেরল কে ভালো কেন বলে?
– HDL রক্তে বেশী থাকলে রক্তনালীতে Atherosclerosis (চর্বির আস্তার জমা) কম হয়, ফলে রক্তনালীতে Stenosis (ব্লকেজ) হয়না।
৪. LDL কোলেস্টেরল কে খারাপ বলা হয় কেন?
– LDL কোলেস্টেরল রক্তে বেশী পরিমাণে থাকলে LDL এর মধ্যস্থিত চর্বি শরীরের বিভিন্ন স্থান এমনকি Coronary রক্তনালীতেও জমা হয়ে Atherosclerosis (চর্বির আস্তরজমা) Plaque তৈরি হয়ে রক্তনালী সরু হয়ে যায় (Stenosis), ফলে রক্তপ্রবাহ বাঁধাগ্রস্থ হয়ে Angina (বুকে ব্যথা) হতে পারে অর্থাৎ Lschaemic Heart disease হতে পারে।
৫. HDL কোলেস্টেরল বেশী থাকলে Coronary Artherosclerosis কম হয় কেন?
– HDL হল High Density Lipoprotein অর্থাৎ HDL এর মধ্যে Unesterified Cholesterol and Cholesterol Ester এর পরিমাণ কম থাকে এবং Protein এর পরিমাণ বেশী থাকায় ঘনত্ব বেশী। HDL particle এ Cholesterol এর পরিমাণ কম থাকায় তা রক্তনালীতে জমা হবার সুযোগ কম পায়।
৬. LDL কোলেস্টেরল বেশী থাকলে Atherosclerosis এর ঝুঁকি বেশী কেন?
– LDL হল Low Density Lipoprotein অর্থাৎ LDL Particle এ Lipid এর পরিমাণ বেশী থাকেও Protein এর পরিমাণ কম থাকে বিধায় ঘনত্ব কম। LDL Particle এ Lipid অর্থাৎ চর্বির পরিমাণ বেশী থাকায় এই চর্বি শরীরের বিভিন্ন রক্তনালীতে জমা হয়ে Atherosclerosis হয়।